শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  আগামী দুই একদিনের মধ্যে কারিগরি পরামর্শক কমিটির সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ছাত্র-ছাত্রীদের টিকার ব্যাপারে তিনি বলেন, ‘১২ থেকে ১৮ বছর বয়সী শিশু গতকাল পর্যন্ত ১৮ লাখ টিকা নিয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ আরো বেড়ে গেলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন:

হারুনের এক বক্তব্যেই সংসদে উত্তেজনা, হারুন বললেন...

news24bd.tv তৌহিদ