উচ্চ সংক্রমণকে উপেক্ষা করেই মাঘ মেলায় জড়ো মানুষ

ফাইল ছবি

উচ্চ সংক্রমণকে উপেক্ষা করেই মাঘ মেলায় জড়ো মানুষ

ডেস্ক রিপোর্ট

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে করোনার উচ্চ সংক্রমণকে উপেক্ষা করেই মাঘ মেলায় দলে দলে জড়ো হচ্ছে মানুষ। সোমবার ৪৭ দিনব্যাপী দীর্ঘ এ মেলার চতুর্থ দিনেও পবিত্র নদীগুলোতে স্নানের জন্য দেখা গেলো ভক্তদের উপচে পড়া ভিড়। রয়টার্সের তথ্য ও চিত্রে নিবিড় আমীনের ডেস্ক রিপোর্ট।

শুরু হয়েছে হিন্দুদের পবিত্র উৎসব মাঘ মেলা।

ভারতে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও, গঙ্গাস্নানের বিশেষ এই রীতি পালন থেকে কোনোভাবেই পিছপা হচ্ছেন না হিন্দু ভক্তরা। ব্যতিক্রম ছিলোনা সোমবারও। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, মকর সংক্রান্তিতে গঙ্গার জলে স্নান করলে পাপমোচন হয়।

ভক্সপপ: যদি মাস্ক পড়া থাকেন, যদি করোনা বিধিনিষেধ কার্যকর থাকে, যারা আসছেন, যদি মাস্ক পড়েন, যদি সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস করেন, তাহলেই ভাইরাসটি থেকে দূরে থাকতে পারবেন।

আরও পড়ুন:

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীকে দশ হাজার ইউরো জরিমানা 

আবুধাবি বিমানবন্দরের কাছে তিনটি তেলের ট্রাকে বিস্ফোরণ

প্রতিবছর জানুয়ারি মাসে শুরু হয় মাঘ মেলা। একে খুবই শুভ সময় বলে মনে করা হয়। সারাদেশ থেকে ভক্তরা পবিত্র নদীতে স্নান করতে অংশগ্রহন করে এই মেলায়।

তবে এই মেলার ফলে করোনার সংক্রমণ আরও বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে। গেল বছর একই ধরণের একটি ধর্মীয় সমাগম দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক প্রভাব ফেলেছিলো।

news24bd.tv/এমি-জান্নাত    

এই রকম আরও টপিক