দৌলতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

দৌলতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ দুপুর ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম আজাদ খান এ তথ্য জানান। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীরহাটাইল  এলাকার রুস্তম(৫০), কান্দা ওয়াইল এলাকার এলাহী  ইমন(৪০), চরকাটারী এলাকার মো. আরিফ শেখ (২৬), মো. রুবেল (২৬), জাফরগঞ্জ এলাকার ছানোয়ার হোসেন (২৬),  সিরাজগঞ্জের শাহজাতপুর উপজেলার রতনদিয়া এলাকার মো. বাবুল হোসেন(৩৬), চৌহালী উপজেলার চর পাচুরিয়া এলাকার মোস্তফা কামাল (৩৭)।

পুলিশ সুপার বলেন, চলতি মাসের ৮ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে তিনি দৌলতপুর থানায় মামলা করেন। পরে ঢাকা ও টাঙ্গাইল জেলার আশেপাশে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে ৭ জনকে গ্রেফতার করে ডাকাতির আংশিক মালামাল উদ্ধার করে।


আরও পড়ুন:

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

মেসি-সালাহদের পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি

সাবেক সাংসদ বদির দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ


তিনি বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তাদের রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের কেও আইনের আওতায় আনা হবে।

news24bd.tv/ নাজিম