দুবাইয়ে ড্রোন সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদন স্থগিত

সংগৃহীত ছবি

দুবাইয়ে ড্রোন সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদন স্থগিত

ডেস্ক রিপোর্ট

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্রোন সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদন স্থগিত করা হয়েছে।  মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে ড্রোন সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমতি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে যাদের অনাপত্তিপত্র -এনওসি দেওয়া হয়েছিল তাদের জন্যও কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন:

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীকে দশ হাজার ইউরো জরিমানা 

আবুধাবি বিমানবন্দরের কাছে তিনটি তেলের ট্রাকে বিস্ফোরণ

পূর্বে যারা অনাপত্তিপত্র পেয়েছিলেন তাদের কাছেও বার্তা পাঠিয়ে  নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি -ডিসিএএ। তবে সরকারিভাবে এই স্থগিতাদেশের কোনও কারণ জানানো হয়নি। তবে এমন সময়ে এ ঘোষণা এলো যার একদিন আগেই আবু ধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা।  

news24bd.tv/এমি-জান্নাত   

এই রকম আরও টপিক