অদক্ষ চালকের কারণেই যানজট বাড়ছে চট্টগ্রামে

ফাইল ছবি

অদক্ষ চালকের কারণেই যানজট বাড়ছে চট্টগ্রামে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ভয়াবহ যানজটে নাকাল নগরবাসী। কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। এতে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। অদক্ষ চালক এবং যত্রতত্র পার্কিং করা সহ ট্রাফিক নিয়ম না মানার কারনে যানজটের আকার বাড়ছে বললেন ভুক্তভোগীরা।

অন্যদিকে ট্রাফিক পুলিশ বলছেন যানজট নিরসনে চেষ্টার ত্রুটি নেই তাদের।

ঢাকার পর এবার যানজটের শহর বন্দর নগরী চট্টগ্রাম। বেড়েছে পরিবহনের চাপও। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় লেগে থাকে পতেঙ্গা থেকে ইপিজেড আবার ইপিজেড থেকে বারিকবিল্ডিং মোড় পর্যন্ত ভয়াবহ যানজট।

আগ্রাবাদ থেকে দেওয়ানহাট মোড় এবং প্রবত্তক মোড় থেকে গোল পাহাড় মোড়, জিইসি মোড় থেকে ষোলশহর দু’নম্বর গেইটসহ কালুরঘাট সড়কেও হচ্ছে ভয়াবহ যানজট।

আরও পড়ুন:

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীকে দশ হাজার ইউরো জরিমানা 

আবুধাবি বিমানবন্দরের কাছে তিনটি তেলের ট্রাকে বিস্ফোরণ

ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগে। আর এ জন্যে ট্রাফিক পুলিশের ব্যর্থতাকে দায়ী করলেন যাত্রীরা। একই সাথে যত্রতত্র পার্কিং ও অদক্ষ চালকের কারনেই যানজট হচ্ছে বললেন ভুক্তভোগীরা।

এদিকে  যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।

তবে পতেঙ্গা থেকে লালখানবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে যানজট কিছুটা নিরসন হবে বললেন নগর পরিকল্পনাবিদরা।

news24bd.tv/এমি-জান্নাত   

এই রকম আরও টপিক