কবি-লেখক-গীতিকার মোখলেসুর রহমান না ফেরার দেশে

খ্যাতিমান গীতিকার, কবি ও লেখক মোখলেসুর রহমান মুকুল

কবি-লেখক-গীতিকার মোখলেসুর রহমান না ফেরার দেশে

অনলাইন ডেস্ক

খ্যাতিমান গীতিকার, কবি ও লেখক মোখলেসুর রহমান মুকুল (৬৮) আর নেই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোখলেসুর রহমানের সতীর্থ কবি, ছড়াকার ও কথাসাহিত্যিক পীযূষ কান্তি বড়ুয়া।

তার পরিবার সূত্র জানায়, চাঁদপুর শহরের স্টেডিয়াম সড়কের বাসায় দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করেন মোখলেসুর রহমান মুকুল।

এরইমধ্যে করোনায় আক্রান্ত হলে স্বজনরা রাজধানীতে চিকিৎসার জন্য নিয়ে যান। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মারা তিনি।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে মোখলেসুর রহমান মুকুল স্ত্রী ছাড়াও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে গান, কবিতা ও লেখালেখিতে জড়িয়ে যান মোখলেসুর রহমান মুকুল। তার লেখা শ্রেষ্ঠ দুটি কাব্যগ্রন্থ হচ্ছে একমুঠো রৌদ্রচূর্ণ (১৯৮৬) এবং নাম রেখেছি সোনাগাছি (১৯৮৮)। এছাড়া বেশকিছু গান লেখেন তিনি।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের অসংখ্য গানের গীতিকার ছিলেন তিনি।

আরও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

গাঁজাভর্তি ব্যাগসহ ধরা ছাত্রলীগ নেতা

হারুনের এক বক্তব্যেই সংসদে উত্তেজনা, হারুন বললেন...

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক