‘আলপিন’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, চিত্রনায়িকা ববি ও সান্জু জন। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।
এতে ববি, আনিসুর রহমান মিলন, সাঞ্জু জন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অনেকেই অভিনয় করবেন।
পরিচালক আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। ’
মিলন বলেন, ‘পুলিশের চরিত্রে অভিনয় করছি সিনেমাটিতে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। ভালো একটি গল্পই পেতে যাচ্ছে দর্শক। ’
ববি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। নতুন একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। চরিত্রের পুরোটা বলতে চাচ্ছি না এখনই। শুধু এতোটুকুই বলবো সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং চরিত্র। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে পারবো আশা করছি।
মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ। ’ সাঞ্জু জন বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। খুব শিগগিরই ঢাকার মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।
news24bd.tv/আলী