রোগী দেখলে যে দোয়া পড়তে হয়

প্রতীকী ছবি

রোগী দেখলে যে দোয়া পড়তে হয়

অনলাইন ডেস্ক

রোগী দেখলে যে দোয়া পড়তে হয় নিম্নে জেনে নিন।  

উচ্চারণ : ‘লা বা’সা লাকা তহুরুন ইনশাআল্লাহ। ’

অর্থ : ‘কোনো দুশ্চিন্তার কারণ নেই, ইনশাআল্লাহ (অসুস্থতা থেকে) তুমি পবিত্র (মুক্ত) হয়ে যাবে। ’

উপকার : ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একদিন অসুস্থ একজন বেদুঈনকে দেখতে গেলেন।

বর্ণনাকারী বলেন, রাসুল (সা.)-এর অভ্যাস ছিল যে পীড়িত ব্যক্তিকে দেখতে গেলে বলতেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ইনশাআল্লাহ (অসুস্থতা থেকে) তুমি পবিত্র হয়ে যাবে। ওই বেদুঈনকেও তিনি বলেন। চিন্তা করো না গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাবে, ইনশাআল্লাহ। বেদুঈন বলল, আপনি বলেছেন (অসুস্থতা থেকে) তুমি পবিত্র হয়ে যাবে।
তা নয়। বরং এ তো এমন এক জ্বর, যা বয়োবৃদ্ধের ওপর প্রভাব ফেলছে। তাকে কবরের সাক্ষাৎ করাবে। তখন রাসুল (সা.) বলেন, তা-ই হোক। (বুখারি, হাদিস : ৩৬১৬)

আরও পড়ুন:


যে দোয়ায় অনবরত সওয়াব লেখা হয়

news24bd.tv রিমু