নতুন কোষাধ্যক্ষ পেলো রাবি

প্রতীকী ছবি

নতুন কোষাধ্যক্ষ পেলো রাবি

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামণিক। রাষ্ট্রপতি আব্দুল হামিদ চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক (পিআরএল) মো. অবাইদুর রহমান প্রামনিককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিতে সম্মতি জানিয়েছেন।


আরও পড়ুন:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত প্রায় এক হাজার

গভীর রাতে চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩

মিরপুরে স্কুলছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানী ভাতা প্রাপ্ত হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যন্য সুবিধাও ভোগ করবেন।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ তার চার বছরের কার্যকালের শেষ কর্মদিবস ছিল।

news24bd.tv/ নাজিম 

এই রকম আরও টপিক