শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত

শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান পরিস্থিতির জন্য সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।  

বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। তবে উদ্ভুত পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গত কয়েক দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসলে এবার আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এসময় তারা মামলা প্রত্যাহারের দাবিও জানান।


আরও পড়ুন:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত প্রায় এক হাজার

গভীর রাতে চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩

মিরপুরে স্কুলছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই


তারা বলছে, বুধবার (১৯ জানুয়ারি) দুপুরের মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

news24bd.tv/ নাজিম