জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।  

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের কয়েকশ নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা মোনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত প্রায় এক হাজার

গভীর রাতে চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩

মিরপুরে স্কুলছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই


১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার তত্ত্বাবধানেই বিএনপি গঠিত হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন সে সময় রাষ্ট্রপতি পদে থাকা জিয়া।

news24bd.tv/ নাজিম