৬ হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনবে মাইক্রোসফট

ফাইল ছবি

৬ হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনবে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক

৬ হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড নামের ভিডিও গেম কোম্পানিটি কিনতে যাচ্ছে মাইক্রোসফট। মঙ্গলবার নগর চুক্তির ভিত্তিতে এ ঘোষণা দেয় মার্কিন সফ্টওয়ার নির্মাতা প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট জানায়, এই পদক্ষেপটির মাধ্যমে টেনসেন্ট ও সনির পরে তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হবে তারা। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিতর্কিত নির্বাহী প্রধান ববি কোটিক দায়িত্ব চালিয়ে যাবেন।

নিয়ন্ত্রক পর্যালোচনা ও অ্যাক্টিভিশন ব্লিজার্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে চুক্তিটি।

এর মেয়াদ শেষ হতে পারে ২০২৩ সালে। খবরটি প্রকাশের পর ৩০ শতাংশ বেড়েছে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের শেয়ারের দাম। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় দুই শতাংশ কমেছে বলে জানিয়েছে রয়টার্স।

ওয়ারক্রাফ্ট, ওভারওয়াচ, কল অব ডিউটির মতো জনপ্রিয় গেম রয়েছে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের।

news24bd.tv/এমি-জান্নাত