জঙ্গল এলাকায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী  

ফাইল ছবি

জঙ্গল এলাকায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী  

ডেস্ক রিপোর্ট

দেশের রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের জঙ্গল এলাকায় সরিয়ে নেওয়ার একটি বিল অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।  

মঙ্গলবার পাস হওয়া এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট জোকো উইদোদো’র উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন আইনি কাঠামো পাবে। নতুন রাজধানী শহরের নাম হবে নুসানতারা। এই পরিকল্পনা বাস্তবায়নে ৩ হাজার ২৫০ কোটি ডলার ব্যয় হবে ।

পরিকল্পনামন্ত্রী পার্লামেন্টে বলেন,নতুন রাজধানীর কেন্দ্রীয় কার্যক্রম থাকবে।  দেশের পরিচয়ের প্রতীকও হবে এটি।

আরও পড়ুন:

৬ হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনবে মাইক্রোসফট

নিত্যপণ্যের দাম আরো উচ্চ হারে বাড়ার আভাস

এর পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রমের নতুন প্রাণকেন্দ্র হবে নুসানতারা। ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বন্যা ও দূষণের ঝুঁকিতে রয়েছে জাকার্তা।

২০১৯ সালে প্রথম রাজধানী সরানোর পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট উইদোদো। তবে  মহামারির কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়।

news24bd.tv/এমি-জান্নাত