জামাই আদরে ৩৬৫ পদ!

ফাইল ছবি

জামাই আদরে ৩৬৫ পদ!

অনলাইন ডেস্ক

জামাই আদর একেই বলে! সংক্রান্তি উপলক্ষে হবু জামাইয়ের নিমন্ত্রণ ছিল ভাবি শ্বশুরবাড়িতে। কিন্তু জামাই ভাবতেও পারেননি তাঁর জন্য কী অপেক্ষা করছে ।

ভাবি শ্বশুরবাড়িতে খাবার টেবিলের দিকে তাকিয়েই চক্ষু চড়কগাছ জামাইয়ের। টেবিলে থরে থরে আপায়নের সাজানো মোট ৩৬৫ পদ।

আনন্দবাজারের খবর বলছে, ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। সংক্রান্তির দিন জামাইকে ভোজ দেওয়া তেলুগু সংস্কৃতির অঙ্গ। সেই মতো হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী।

যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভাল যায় সে জন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল।

খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা, গরম পানীয় ও ফল। এমন মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়।

আরও পড়ুন:

৬ হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনবে মাইক্রোসফট

নিত্যপণ্যের দাম আরো উচ্চ হারে বাড়ার আভাস

হবু শাশুড়ির শখ ছিল জামাইকে ভুরিভোজ দেবেন। সেই মতো হয়েছিল যোগাড়যন্ত্র। খাবার টেবিলে বসে হবু জামাই সাইকৃষ্ণের তো মাথায় হাত। টেবিলময় গোটা ঘর জুড়েই আপায়নের মোট পদ ৩৬৫ খানা। গুনে দেখলে মোট ৩৬৫ পদ।

news24bd.tv/এমি-জান্নাত   

এই রকম আরও টপিক