ভুয়া এমবিবিএস সনদধারী ৭ চিকিৎসক ধরা

ভুয়া এমবিবিএস সনদধারী ৭ চিকিৎসক ধরা

অনলাইন ডেস্ক

জাল সনদধারী সাত চিকিৎসককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।  দুদকের কাছে অভিযোগ আসা ১২ ভুয়া এমবিবিএস চিকিৎসকদের মধ্যে এই সাতজনকে আটক করে সংস্থাটি।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের উপ-পরিচালক সেলিনা আক্তারের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

ভুয়া চিকিৎসকরা হলেন- ইমান আলী, সুদেব সেন, তন্ময় আহমেদ, মোক্তার হোসেন, মো. কাওছার, রহমত আলী ও মাসুদ পারভেজ।

তারা চীনের তাইশান মেডিকেলের এমবিবিএস পাসের ভুয়া সনদ নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, আটকরা চীনের তাইশান মেডিকেলের এমবিবিএস পাসের ভুয়া সনদ নিয়ে চিকিৎসা পেশা চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন ইন্টার্ন পরীক্ষায় অংশ গ্রহণের পাশাপাশি বিএমডিসি থেকে উত্তীর্ণ হওয়ার ভুয়া সার্টিফিকেট নিয়ে ডাক্তারি চালিয়ে যাচ্ছিলেন তারা। বিএমডিসির রেকর্ডপত্র  যাচাই করে তাদের বিরুদ্ধে আসা অভিযোগের সতত্যা পেয়ে দুদক তাদের আটক করে।

দুদক থেকে জানা যায়, আটকরা কখনোই তাইশান মেডিকেলে পড়াশুনা করেননি। ভুয়া সনদ জালিয়াতিতে বিএমডিসির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক সচিব।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, রেকর্ডপত্র যাচাইকালে দেখা যায় তাদের এমবিবিএস সার্টিফিকেটগুলো ভুয়া। ১২ জন এমবিবিএস ডিগ্রিধারীর সনদ ভুয়া। এমবিবিএস সনদধারী ওই ব্যক্তিরা কখনও চীনের তাইশান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি।

আরও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

গাঁজাভর্তি ব্যাগসহ ধরা ছাত্রলীগ নেতা

news24bd.tv তৌহিদ