উপজেলা পর্যায়ে খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি করবে সরকার। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি চালু হবে।
আজ বুধবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খোলা বাজারে চাল ও আটা বিক্রির কথা নিশ্চিত করেছেন।
উপজেলা পর্যায়ে ১ হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি শুরু হবে।
আরও পড়ুন:
৬ হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনবে মাইক্রোসফট
নিত্যপণ্যের দাম আরো উচ্চ হারে বাড়ার আভাস
ওএমএসে মানসম্পন্ন চাল বিক্রি হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। পচে যাওয়ার মতো চাল গোডাউনে নেই। মজুতকৃত চাল মানসম্পন্ন বলেই মানুষ খাবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরে মনিটরিং টিম গঠন করা হয়েছে, জেলা-উপজেলা পর্যায়ে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, অবৈধ মজুতদার চিহ্নিত করতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত