রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি

রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ (চট্টগ্রাম বিভাগ)।

বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডে এক জরুরি সভায় কর্মচারী ঐক্য পরিষদটি জানায়, গত ডিসেম্বরের বেতন-ভাতা বৃহস্পতিবারের (২০ জানুয়ারি) মধ্যে ‘আগের নিয়মে’ পরিশোধ করা না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘মাইলেজ নিয়ে সুপরিকল্পিতভাবে যে জটিলতা সৃষ্টি করা হয়েছে সেটা নিরসনে দীর্ঘদিন আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। রেলপথ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সব সমস্যা সমাধানের।

কিন্তু শেষ মুহূর্তে দাবিগুলো মানা হয়নি। এরই মধ্যে গত ডিসেম্বরের রানিং স্টাফদের বেতন বিল হিসাব বিভাগ থেকে ফেরত পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘রেলমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু কখনও লালমনিরহাট, কখনও পাকশী, আবার কখনও চট্টগ্রামে মাইলেজ, বেতন-ভাতা নিয়ে সঙ্কট সৃষ্টি করছে একটি চক্র।

বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ডিসেম্বরের বেতন-ভাতা পরিশোধ করা না হলে চট্টগ্রাম থেকে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। ’

আরও পড়ুন:

জ্বালানি তেল ও বিটুমিনের মূল্য বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

news24bd.tv তৌহিদ