শ্বশুরবাড়িতে ৩৬৫ খাবার

অনলাইন ডেস্ক

জামাই আদর একেই বলে! সংক্রান্তি উপলক্ষে হবু জামাইয়ের নিমন্ত্রণ ছিল ভাবি শ্বশুরবাড়িতে। কিন্তু জামাই ভাবতেও পারেননি তাঁর জন্য কী অপেক্ষা করছে।

ভাবি শ্বশুরবাড়িতে খাবার টেবিলের দিকে তাকিয়েই চক্ষু চড়কগাছ জামাইয়ের। টেবিলে থরে থরে আপায়নের সাজানো মোট ৩৬৫ পদ।

আনন্দবাজারের খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় ঘটনাটি ঘটেছে। সংক্রান্তির দিন জামাইকে ভোজ দেওয়া তেলুগু সংস্কৃতির অঙ্গ। সেই মতো হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী। যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভালো যায় সে জন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল।

খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা, গরম পানীয় ও ফল। এমন মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়।

আরও পড়ুন:

জ্বালানি তেল ও বিটুমিনের মূল্য বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক