বকসীগঞ্জে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

বকসীগঞ্জে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় ২০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পৌর কাঁচা বাজারে এসব কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ।

এ সময় বক্তব্য দেন- কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় দেশের ৪৫টি জেলায় হাজার হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বিগত দুই বছরে করোনা মহামারীতে ৫০ হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এখন চলছে শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের উষ্ণতা পৌঁছে দেওয়ার কাজ।

এ সময় আরো বক্তব্য দেন- কাঁচা বাজার বনিক সমিতির সভপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম, বকসীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, সমকালের সাংবাদদাতা মাসুদুল হাসান প্রমুখ।

আরও পড়ুন:

জ্বালানি তেল ও বিটুমিনের মূল্য বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক