ইতালিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা বই বিতরণ

বাংলা বই বিতরণ

ইতালিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা বই বিতরণ

মো: রিয়াজ হোসেন, ইতালি

নতুন বছরে নতুন বই শুধু দেশে না, প্রবাসেও। ইতালিতে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা এবং বঙ্গবন্ধুর বাংলাদেশকে জানান দিতেই রোমস্থ বাংলাদেশ দূতাবাস প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর বই বিতরণ করেন। রোমসহ সমগ্র ইতালিতে বাংলা স্কুলের মাধ্যমে বইগুলো বিতরণ করা হয়।

একাধিক অবিভাবক বলেন, আমাদের সন্তানদের জন্ম ইতালিতে, পড়াশুনা করে ইতালিয়ান ভাষায়।

তারপরও আমরা চাই শিশুরা যাতে বাংলা পড়তে পারে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশ সরকার যদি একটি পূর্ণাঙ্গ বাংলা স্কুল প্রতিষ্ঠা করত তাহলে আমরা খুশি হতাম। আমাদের দাবি একটি পূর্ণাঙ্গ বাংলা স্কুল। ইতালিতে অনেক অবিভাবক রয়েছে ছেলে মেয়েদের ইতালিয়ান পড়াশুনার পাশাপাশি বাংলা পড়ান।

আরও পড়ুন:


আমরণ অনশনে শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী


রোমে জন্ম ছোট শিশু রাফিয়া হোসেন আলভীকে শুরুতে বাংলা পড়াতে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলা বই সংগ্রহ করেন তার বাবা মা। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের কাছ থেকে বাংলা বই গ্রহণ করে ছোট শিশু আলভী। নতুন বই পেয়ে মহা খুশি আলভী।

news24bd.tv রিমু