বিশ্বে ক্রমেই বাড়ছে করোনার ভয়াবহতা, একদিনে প্রাণহাণি ৮ হাজারের বেশি

ফাইল ছবি

বিশ্বে ক্রমেই বাড়ছে করোনার ভয়াবহতা, একদিনে প্রাণহাণি ৮ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

ওমিক্রনের প্রকোপে বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে করোনার ভয়াবহতা। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৩২ লাখ ৬৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আর প্রাণহাণি হয়েছে ৮ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৫ লাখে ঠেকেছে।

মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের।  

ভারতেও একই দিন আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজারের বেশি। প্রাণ গেছে ৪৯৩ জনের।

অন্যদিকে, পরিস্থিতির অবিনতি হয়েছে ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে।

ওমিক্রন চূড়ায় পৌঁছে গেছে ধরে নিয়ে সংক্রমণের বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করছে বৃটেন।

আরও পড়ুন:


আমরণ অনশনে শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী


উচ্চ সংক্রমণশীল হলেও ওমিক্রন আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় কম ভয়াবহ হওয়ায় এটিকে মহামারি অবসানের ইঙ্গিত বলছেন অনেকে। তবে এই যুক্তি মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তিনি বলেন, মহামারির এখনও অবসানের কাছাকাছি পৌঁছায়নি।

news24bd.tv রিমু