বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিলেন বাইডেন

ফাইল ছবি

বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক

এক বছর আগের এই সময়ে চেয়ে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তেব্যে এই মন্তব্য করেন তিনি।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে রক্ষা পেতে অধিকতর সুরক্ষা সামগ্রী ব্যবহারে জোর দিচ্ছেন মার্কিন প্রশাসন।

বাইডেন দাবি করেন, করোনাকে পরাস্ত করতে তার প্রশাসনের নেয়া টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মাকাণ্ড বেশ ফলপ্রসু হয়েছে।

এই সময় বিনামূল্যে ৪০ কোটি এন-৯৫ মাস্ক বিতরণের ঘোষণা দেন তিনি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।

২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের একটি পদক্ষেপ নিলেও পরবর্তীতে তা বন্ধ রাখে। চলতি মাসে মাস্কটির দুষ্প্রাপ্যতার কারণে তীব্র সমালোচনার পর বাইডেন সেই উদ্যোগটি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন।

আরও পড়ুন:


 

বিশ্বে ক্রমেই বাড়ছে করোনার ভয়াবহতা, একদিনে প্রাণহাণি ৮ হাজারের বেশি


সংবাদ সম্মেলনে দেয়া বক্তেব্যে বাইডেন গেল এক বছরের তার সরকারের নানা সাফল্যের পরিস্থিতিও তুলে ধরেন। সেইসঙ্গে জানান, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যদি তিনি প্রতিদ্বন্দ্বীতা করেন, তবে আবারো রানিং মেট হিসেবে কমলা হ্যারিসই থাকবেন।

news24bd.tv রিমু