কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মৌলভী মনির হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জামতলী ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
এসময় তিনি বলেন, ছুরিকাঘাতকারীর সঙ্গে নিহত মনিরের পূর্ব শত্রুতা ছিল।
পূর্ব শত্রুতার জের ধরে ক্যাম্পের প্রতিবেশী কেফায়েত উল্লাহ গংরা মনিরকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাট ও অভিযুক্তদের আটক করতে অভিযান চলমান আছে। খুব দ্রুতই অভিযুক্তদের আটক করা হবে।
আরও পড়ুন
বিচ্ছেদ ঠেকাতে মেয়ে জামাইয়ের দেখা চান রজনীকান্ত, রাজি নয় ধানুশ
news24bd.tv এসএম