হামলার পেছনের শক্তিকে এখনো চিহ্নিত করা হয়নি: সিপিবি সভাপতি

ফাইল ছবি

হামলার পেছনের শক্তিকে এখনো চিহ্নিত করা হয়নি: সিপিবি সভাপতি

তালুকদার বিপ্লব

রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ২১তম বার্ষিকী আজ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সমাবেশে বোমা হামলা ও হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও এই হামলার পেছনের বিভিন্ন শক্তিকে এখনো চিহ্নিত করা হয়নি বলে জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে সিপিবি কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

এসময় সিপিবির ছাত্র, যুব ও  সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেয়।

এ ছাড়া দলের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

আরও পড়ুন:


সিপিবির সমাবেশে বোমা হামলার ২১তম বার্ষিকী আজ


২০০১ সালের এ দিনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা চালালো হয়। এতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা হিমাংশু মণ্ডল ও রূপসা উপজেলার দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা আবুল হাসেম, মাদারীপুরের মোক্তার হোসেন এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় মারা যান। আহত হয় শতাধিক নেতাকর্মী।

ঐ বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় ২০২০ সালে আদালতের রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও দু'জনকে খালাস দেওয়া হয়।

news24bd.tv রিমু