নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
গ্রেফতারকৃত মো.সাদ্দাস হোসেন (২৮) সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চরবাগ্যা গ্রামের মো.খলিল উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলার চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামের কাজী বাড়ির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এ সময় তার নিকট থেকে দুটি ভুয়া সিল ও ভুয়া ডাক্তারি প্যাড, ভিজিটিং কার্ডসহ যাবতীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।
আরও পড়ুন:
সিপিবির সমাবেশে বোমা হামলার ২১তম বার্ষিকী আজ
আমরণ অনশনে শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী
আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে, একাডেমী সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলকভাবে টাকা গ্রহণ করে আসছে বলে স্বীকার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
news24bd.tv রিমু