ভারতে জন্ম নিল দুই মাথা বিশিষ্ট বাছুর

সংগৃহীত ছবি

ভারতে জন্ম নিল দুই মাথা বিশিষ্ট বাছুর

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় গোমতী জেলায় সম্প্রতি বিরল অবস্থায় জন্ম নিয়েছে দুই মাথা বিশিষ্ট একটি বাছুর। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৫ জানুয়ারি এক কৃষকের বাড়িতে বাছুরটির জন্ম হয়। স্ত্রী বাছুরটি পলিসেফালি নামক একটি মেডিকেল অবস্থা রয়েছে।

এর প্রান্তীয় দুই জোড়া চোখ, দুটি মুখ এবং দুটি কান রয়েছে।

আরও পড়ুন:


বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিলেন বাইডেন


এ বিষয়ে ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের উপ পরিচালক ড: প্রীতম সরকার বলেন, 'গেল ১০-১৫ বছরে এমন ঘটনা ত্রিপুরায় ঘটতে দেখিনি আমি। বিরল ঘটনাগুলির মধ্যেও বিরল এটি। এ ধরণের ক্ষেত্রে এগুলোর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

৩৮ শতাংশ। বাছুরটিকে বাঁচানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে'।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলেও উত্তর মেসিডোনিয়ার লাজেক গ্রামে দু'টি মাথা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছিল।

news24bd.tv রিমু