রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায় 

সংগৃহীত ছবি

রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায় 

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত প্রত্যাশার চেয়ে বেশি সংকুচিত হয়েছে। এল ডিসেম্বরে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত নেমে এসেছে ১০২ কোটি ডলারে। যার পরিমান গেল ২০ মাসের মধ্যে সর্বনিম্ন।

রয়টার্স জানায়, ২০২০ সালের মের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি প্রতি মাসে বাণিজ্য উদ্বৃত্তের কথা জানিয়েছে।

করোনাজনিত বিধিনিষেধের কারণে স্থানীয় চাহিদায় ধীরগতি দেখা গেলেও পাম অয়েল, কয়লা, তামা, টিন, ইস্পাত ও রাবারের মতো রপ্তানি পণ্যের দাম বেড়েছে দেশটির।

ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত রয়টার্সের অর্থনীতিবিদদের পূর্বাভাস ৩১৩ কোটি ডলারের প্রায় এক-তৃতীয়াংশ। নভেম্বরেও ৩৫১ কোটি ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল দেশটির বাণিজ্য উদ্বৃত্ত। গেল মাসে ২ হাজার ১৩৬ কোটি ডলারের রেকর্ড উচ্চতায় উন্নীত হয়েছে ইন্দোনেশিয়ার আমদানি ব্যয়।

news24bd.tv/এমি-জান্নাত