পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাইসি

সংগৃহীত ছবি

পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাইসি

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশের পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

বুধবার দুইদিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম রাশিয়া সফর করলেন ইরানের কোনো প্রেসিডেন্ট।

বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন রাইসি।

আরও পড়ুন:

রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায় 

তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও দুই দেশের বাণিজ্য বেড়েছে ৬ শতাংশ। পারস্পারিক সহযোগিতা রয়েছে নানা প্রকল্পে। দুই দেশের প্রচেষ্টায় সন্দ্রাসবাদ মোকাবেলায়ও সিরিয়াকে সহোযগিতা করতে সক্ষম হতে পেরেছেন তারা।

দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে এপি।

news24bd.tv/এমি-জান্নাত