যুক্তরাষ্ট্রে বুধবার থেকে চালু হয়েছে সি ব্যান্ড ফাইভ-জি পরিষেবা। দুই দফা পেছানোর পর এটি চালু করেছে মার্কিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভ্যারিজন ও এটিঅ্যান্ডটি। তবে ফাইভ-জির কারণে নিজেদের পরিষেবায় বড়ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছে মার্কিন এয়ারলাইন্স কোম্পানিগুলো।
দেশটির পরিবহন সচিব পিট বুটিগিগ ও অন্যদের কাছে পাঠানো চিঠিতে তারা জানায়, অবতরণের সময় বিমান উচ্চতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করে, ফাইভ-জির কারণে তা বিভ্রান্ত হতে পারে।
আরও পড়ুন:
পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাইসি
রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায়
প্রযুক্তিগত বিভ্রাটের আশঙ্কায় এরইমধ্যে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল করেছে এমিরেটস, এয়ার ইন্ডিয়া, অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইনস। তবে মার্কিন অসামরিক বিমান পরবিহন ব্যবস্থা এফএএ জানিয়েছে, যে ৮৮টি বিমান বন্দরের আশেপাশে ফাইভ-জি চালু হচ্ছে, তার মধ্যে ৪৮টিতে প্রভাবিত হতে পারে।
news24bd.tv/এমি-জান্নাত