কী করে বুঝবেন সম্পর্ক ভাঙতে বসেছে?

ছবি : আনন্দবাজার

কী করে বুঝবেন সম্পর্ক ভাঙতে বসেছে?

অনলাইন ডেস্ক

ভালবাসলে ভালবাসার মানুষটিকে যেমন জানিয়ে দিতে হয় সে কথা, তেমন কোনও সম্পর্ক কখন আর ভালবাসার বন্ধনে নেই সেটাও বুঝে নিতে হয়। তাই জেনে নেওয়া যাক, কী ভাবে বুঝবেন কখন বেরিয়ে যাওয়াই এক মাত্র পথ?

১। যদি কেউ সম্পর্কে থাকাকালীন মানসিক বা শারীরিক নিগ্রহের শিকার হন, দ্বিতীয় বার না ভেবে বেরিয়ে আসুন। পুরুষ  বা নারী, সঙ্গী যদি কোনও ভাবে মৌখিক, অর্থনৈতিক, শারীরিক বা মানসিক নিগ্রহ করেন তবে অবিলম্বে সম্পর্ক থেকে বেরিয়ে এসে সাহায্য নিন বিশেষজ্ঞদের।

২। যদি বুঝতে পারেন সম্পর্ক ধরে রাখতে নিজের মূল্যবোধ বিসর্জন দিতে হচ্ছে, তবে সেই সম্পর্কের থেকে বেরিয়ে আসাই ভাল। মূল্যবোধের সঙ্গে আপস করে সম্পর্ক টিকিয়ে রাখা নিজের কাছে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে চলার সামিল।

আরও পড়ুন:

পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাইসি

রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায় 

৩।

যৌনতা বা যৌন মিলন হয়তো সব সম্পর্কে থাকে না। কিন্তু যাঁরা আগে নিয়মিত মিলিত হয়েছেন তাঁরা যদি উপলব্ধি করেন যে সঙ্গীর প্রতি আর কোনও রকম যৌন আকর্ষণ বোধ করছেন না বা ঘনিষ্ঠ হতে ইচ্ছেকরছে না দিনের পর দিন, তাহলে বুঝতে হবে সম্পর্ক সঠিক জায়গায় নেই। আর এই শীতলতা যদি মানসিক সমস্যার কারণে এসে থাকে তা হলে নিতে হবে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ।

সূত্র : আনন্দবাজার

news24bd.tv/এমি-জান্নাত