হরিজন সম্প্রদায়ের মাঝে ৯২টি ফ্লাট হস্তান্তর 

৯২টি ফ্লাট হস্তান্তর 

হরিজন সম্প্রদায়ের মাঝে ৯২টি ফ্লাট হস্তান্তর 

রাহাত খান, বরিশাল:

বরিশাল নগরীর কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনীতে ৬ তলা বিশিষ্ট দুটি নতুন ভবন উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানুকি সিংহ রোড সংলগ্ন সেবক কলোনীতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে ৬ তলা বিশিস্ট দুটি ভবন নির্মান করে সিটি করপোরেশন।

ভবন দুটিতে মোট ৯২টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে।  

উদ্বোধন শেষে মেয়র লটারীর মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্লাট বরাদ্দ দিতে পেরে আনন্দ প্রকাশ মেয়র সাদিক আবদুল্লাহ।  

আগামীতে সিটি করপোরেশন ছাড়াও সরকারি অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদেরও আধুনিক মানের ফ্লাট দেয়া হবে বলে জানান মেয়র।

 

news24bd.tv/ কামরুল