‘কম্বল নিয়া আইছুইন, আল্লাহ আনহেগরে বাঁচাইয়া রাখুক’

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামে বসুন্ধরার কম্বল বিতরণ।

ত্রিশালে বসুন্ধরার কম্বল বিতরণ

‘কম্বল নিয়া আইছুইন, আল্লাহ আনহেগরে বাঁচাইয়া রাখুক’

সৈয়দ নোমান, ময়মনসিংহ

‘এই শীতে আমাগর খোঁজ কেউ নেয়নি, আনহেরা আমাগর বাড়িতে কম্বল নিয়া আইছুইন। এই একখান কম্বল দিয়া অনেক উপকার করলাইন। আমাগর বিরাট খুশি লাগতাছে। আল্লাহ আনহেগরে বাঁচাইয়া রাখুক।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামে কম্বল হাতে সত্তরোর্ধ্ব খোদেজা খাতুন এভাবে তার আনন্দ প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রপের সহায়তায় কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে উপজেলার কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

শুভসংঘ ত্রিশাল উপজেলা সভাপতি ফাতেহ উল আলম শিশিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এইচএম জোবায়ের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাছান নিউটন প্রমুখ।

এ সময় কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীতার্তরা।

আরও পড়ুন


‘বসুন্ধরার মালিকে কম্বল পাডাইছে, ইশ্বর তার বালা করুক’

news24bd.tv তৌহিদ