ব্যাংকারদের বেতন নির্ধারণ করে দিলো কেন্দ্রীয় ব্যাংক

ফাইল ছবি

ব্যাংকারদের বেতন নির্ধারণ করে দিলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগামী মার্চ থেকে কার্যকর হবে।

 
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তাদের শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন-ভাতা হবে ২৮ হাজার টাকা। আর শিক্ষানবিশকাল শেষে সর্বনিম্ন বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা।  

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা যাতে অধিকতর উজ্জীবিত হয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারেন সে উদ্দেশ্যে এবং ব্যাংক কোম্পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হলো বলে উল্লেখ করা হয়েছে।  

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv/আলী