চবিতে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

চবিতে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘জননেত্রী শেখ হাসিনা হলে’র প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ম্যুরাল উন্মোচন করেন। এরপর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী হওয়ার কথাও বলেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আরও পড়ুন:

পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাইসি

রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায় 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। তার দক্ষ দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্ব দরবারে রোল মডেল। দেশের উন্নয়ন-সমৃদ্ধির অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

উপাচার্য উপাচার্য ড. শিরীণ আখতার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হলের আবাসিক ছাত্রীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

news24bd.tv/এমি-জান্নাত