আফগানিস্তানে চাকরি হারিয়েছে পাঁচ লাখের বেশি মানুষ 

ফাইল ছবি

আফগানিস্তানে চাকরি হারিয়েছে পাঁচ লাখের বেশি মানুষ 

ডেস্ক রিপোর্ট

তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে পাঁচ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছে অথবা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এমন তথ্য দিয়েছে।

আইএলও সতর্কতা জারি করে বলেছে, আফগানিস্তানের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, নারীরা বেশি চাকরি হারিয়েছেন।

আরও পড়ুন:

পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাইসি

রপ্তানি পণ্যের দাম বেড়েছে ইন্দোনেশিয়ায় 

ধারণা করা হচ্ছে, এ বছরের মাঝামাঝি সময়ে কর্মহীনের সংখ্যা বেড়ে সাত লাখের কাছাকাছি পৌঁছাতে পারে। আফগানিস্তানে অর্থনৈতিক সংকট এবং কর্মক্ষেত্রে নারীদের বিধিনিষেধের কারণে চাকরি হারানোর সংখ্যা ৯ লাখেও পৌঁছাতে পারে।

news24bd.tv/এমি-জান্নাত