নদী রক্ষায় ডিসিদের জোরালো ভূমিকা চান নৌ প্রতিমন্ত্রী

ফাইল ছবি

নদী রক্ষায় ডিসিদের জোরালো ভূমিকা চান নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

নদীমাতৃক বাংলাদেশে নদীগুলো শিরার মতো প্রবাহিত। নদীগুলোর নাব্যতা রক্ষা, দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের যথেষ্ট ভূমিকা থাকে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার নদীরক্ষা কমিটির সভাপতি উল্লেখ করে তিনি বলেন, নদী রক্ষায় তাদেরকে আরও জোরদার ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‘বিভিন্ন স্থানে নদী থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু উত্তোলন করা হয়, যা খুবই বিপদজনক’- এই প্রসঙ্গের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বালু উত্তোলন প্রক্রিয়া সঠিকভাবে মনিটরিং করতে হবে।  

পাশাপাশি স্থলবন্দরগুলোতে কোনও ধরনের অনৈতিক, অবৈধ কর্মকাণ্ড যাতে না হয়, সেদিকে জেলা প্রশাসকদের খেয়াল রাখার আহবান জানান প্রতিমন্ত্রী।

পরিকল্পনকারী। পাঁচজন মিলে সংঘবদ্ধভাবেই এ অপরাধ সংঘটিত করেছিল।

উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো।
news24bd.tv/আলী