ফেলে যাওয়া ব্যাগে ২৫ কোটি টাকার আইস

সংগৃহীত ছবি

ফেলে যাওয়া ব্যাগে ২৫ কোটি টাকার আইস

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার পালংখালীর পাকা ব্রীজ এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অনুমানিক মূল্য ২৫ কোটি টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার পালংখালী এলাকা ওই আইস জব্দ করা হয়।  এটি দেশের সবচেয়ে বড় আইসের চালান বলে জানায় বিজিবি।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে।

এর ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র পালংখালী বাজার হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাকা ব্রিজের নিচে অবস্থান নেয়।

রাত ৭টার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে থাকে। বিজিবিও পাল্টা গুলি করে।

এসময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ের গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

news24bd.tv/আলী