থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

প্রতীকী ছবি

থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

অনলাইন ডেস্ক

দিনাজপুরের নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলিতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম খলিল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজেদুর রহমান (৩৫) ও আরিফুর রহমান (৩০) নামের দুই যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের জালালপুর বাজারের পাশে ভাউজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুড়ার গ্রামের আবু তাহেরের ছেলে।

আহতরা একই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার হতে কাঁচদহগামী রাস্তায় তিন যুবক দ্রুতগতিতে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাউজের মোড় বাজারে ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিন চালিত ট্রলিতে ধাক্কা খায় মোটরসাইকেলটি।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. শাহাজাহান আলী বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে একজনের মৃত্যু হয়েছে। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুন


মধ্যরাতে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

news24bd.tv এসএম