রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতন, গ্রেপ্তার গৃহকর্ত্রী

গৃহকর্ত্রী সুমি

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতন, গ্রেপ্তার গৃহকর্ত্রী

অনলাইন ডেস্ক

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় ফারজানা নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে গৃহকর্ত্রীর বিরুদ্ধে। সামিয়া ইউসুফ সুমি (৩২) নামের ওই গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মফিজবাগ এ্যাপার্টমেন্টের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গৃহকর্মীকে নির্যাতনের পর সে অসুস্থ হয়ে পরে।

গত ১৭ জানুয়ারি গৃহকর্মী ফারজানাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে র‍্যাব সদস্যরা হাসপাতালে গেলে তার বাবা নির্যাতনের কথা জানান। এ ঘটনায় কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমিকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, গৃহকর্মী ফারজানা ২০১৫ সাল থেকে ওই বাসায় কাজ করেন।

বিভিন্ন সময় সামান্যতম ভুলের কারণে গৃহকর্ত্রী সুমি তাকে প্রায়ই মারধর করতো। গত ১৭ জানুয়ারি মারপিটে গৃহকর্মী ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, ফারজানা র‍্যাবের তত্ত্বাবধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। র‍্যাবের পক্ষ থেকে তার চিকিৎসার সু-ব্যবস্থা নিশ্চিতসহ আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন


প্রতারণার দায়ে ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী গ্রেপ্তার

news24bd.tv এসএম