অবশেষে গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে লাইনচ্যুত হওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেন উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ১৭ ঘণ্টা পর দুটি বগি ও একটি ইঞ্জিন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) ভোর রাত ৫টা ৩০ মিনিটের সময় উদ্ধারকাজ সম্পন্ন হয় বলে জানিয়েছেন কাওরাইদ রেল স্টেশনের মাস্টার আল আমিন মৃধা।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে মহুয়া এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে প্রবেশের সময় স্টেশন ভবন এলাকায় দুই নাম্বার লাইনে লাইনচ্যুত হয়।
পরে ৬টা ৩৫ মিনিটে প্রথম একটি বগি উদ্ধার করা হয়। পরে রাত ৯টা ৩০ মিনিটে অপর আরেকটি বগি উদ্ধার করা হয়। সবশেষ ভোর রাত ৫টা ৩০ মিনিটে ইঞ্জিন উদ্ধার করা হলে উদ্ধারকাজ সমাপ্ত করা হয়।
আরও পড়ুন
রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতন, গ্রেপ্তার গৃহকর্ত্রী
news24bd.tv এসএম