করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। গণমাধ্যমকে তিনি বলেন, শামসুজ্জামান দুদুর শরীরে করোনায় উপসর্গ দেখা দিয়েছে।
শামসুজজ্জামান দুদু সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এ ছাড়া বিএনপির আরও দুই নেতা করোনা আক্রান্ত। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মোক্তাদির আহমেদ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফন নাহার কান্তা করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন
দেশের সকল স্কুল-কলেজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী
news24bd.tv এসএম