অর্ধেক লোকবলে চলবে অফিস-আদালত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

অর্ধেক লোকবলে চলবে অফিস-আদালত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধে অন্য নির্দেশনার পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এটা খুব শিগগিই প্রজ্ঞাপন আকারে চলে আসবে।

গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে ৩৩ শতাংশ শয্যা ইতিমধ্যে পূর্ণ হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ স্কুল- কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশ নিতে পারবে না। যারা অংশ নিবেন তাদের সবার টিকা সনদ থাকতে হবে।


আরও পড়ুন:

দেশের সকল স্কুল-কলেজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

করোনার নতুন ধরন: যে পাঁচটি জরুরি নির্দেশনা জারি

নতুন প্রজ্ঞাপনে মসজিদে যাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ


সরকারি বিধিনিষেধ সবাইকে মেনে চলার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে। সরকার বিধিনিষেধ দেয় যাতে আমরা তা মেনে চলি।

news24bd.tv/ নাজিম