যেসব চ্যানেল ও প্লাটফর্মে দেখা যাবে বিপিএল

শুরু হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ

যেসব চ্যানেল ও প্লাটফর্মে দেখা যাবে বিপিএল

অনলাইন ডেস্ক

আজ শুক্রবার থেকে শুরু হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। দীর্ঘ দুই বছরের অপেক্ষা শেষে মাঠে গড়াল বিপিএল। এই আসরে অংশ নিয়েছে ৬টি দল। দলগুলো হল- মিনিস্টার ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট সানরাইজার্স।

দেশের দুটি চ্যানেলে বাংলাদেশের ক্রিকেটের এই মেগা টি-টোয়েন্টি আসর দেখাচ্ছে। টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করছে এই আসর। এছাড়াও অনলাইন প্লাটফর্ম র‍্যাবিটহোল বিডিতে দেখা যাবে বিপিএল। কিন্তু তার জন্য ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

আসরটি ৩টি ভেন্যু ঢাকার মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ৩৪টি ম্যাচ।

লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিট থেকে, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এ ছাড়া বাকি দিনে প্রথম ম্যাচ শুরু বেলা সাড়ে ১২টায় ও পরের ম্যাচ বিকাল সাড়ে ৫টায়।

২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আসরের পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে।

আরও পড়ুন


সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকায়

news24bd.tv এসএম