হাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের চ্যালেঞ্জিং পুঁজি

হাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের চ্যালেঞ্জিং পুঁজি

অনলাইন ডেস্ক

ফরচুন বরিশালকে ১২৬ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রান করেছে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন বেনি হাওয়েল। মাত্র ২০ বলে এ রান করেন তিনি।

তার এই ইনিংসে তিনটি চার ও তিনটি ছক্কার মার রয়েছে।

বরিশালের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন আলজারি যোসেফ। নাঈম হাসান নেন দুটি উইকেট।  

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

 

মেহেদি হাসান মিরাজের দল চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেনে মাত্র ৫৬ রান তুলতেই ৬ উইকেট হারায় মিরাজবাহিনী।  কিন্তু বেনি হাওয়েল শেষ দিকে ঝড় তুললেন। তাতে চ্যালেঞ্জিং স্কোর পায় চট্টগ্রাম।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি যোসেফ, জ্যাক লিনটট, নাঈম হাসান ও সালমান হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।  

news24bd.tv/ নাজিম