করোনা: রাঙামাটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭১

ফাইল ছবি

করোনা: রাঙামাটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭১

অনলাইন ডেস্ক

করোনার রেড জোন রাঙামা‌টিতে দ্রুতই বাড়ছে সংক্রামণের সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় জেলায় শনাক্ত হয়েছেন ৭১ জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০১ ভাগ।

রাঙামা‌টি জেলা সি‌ভিল সার্জন অ‌ফিসের প্রকা‌শিত তথ্য বিবরণী ‌থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গেলো ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বে‌শি রাঙামা‌টি সদরে ৪৯ জন। এরপর কাপ্তাইয়ে ১৩, কাউখালীতে ২, না‌নিয়ারচরে ১, বাঘাইছ‌ড়িতে ২, বিলাইছ‌ড়িতে ১, জুরাছ‌ড়িতে ১, লংগদুতে ১ ও রাজস্থলীতে ১ জন শনাক্ত হয়েছেন। জেলায় বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯ জন।

আইসোলেশনে ভর্তি আছেন দুইজন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।


আরও পড়ুন:

দেশের সকল স্কুল-কলেজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

করোনার নতুন ধরন: যে পাঁচটি জরুরি নির্দেশনা জারি

নতুন প্রজ্ঞাপনে মসজিদে যাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ


রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা ঝুলানো হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধ করতে মাস্ক পরিধান করতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রয়োজনে জরিমানা করা হচ্ছে। জনসমগম এড়াতে প্রশাসন কাজ করছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে।

news24bd.tv/ নাজিম