সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ (২৩ জুন) রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মাহমুদপুর রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক জয়দেব কুমারসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মাদকের লেনদেন হচ্ছে- এমন গোপন সংবাাদের ভিত্তিতে রাত ২টার দিকে মাহমুপুর মাঠে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

১৭ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত জাহাঙ্গীর হোসেনের নামে সদর থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

সায়েম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর