রাবিতে ক্লাস ও পরীক্ষার ব্যাপারে যে সিদ্ধান্ত নিল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে ক্লাস ও পরীক্ষার ব্যাপারে যে সিদ্ধান্ত নিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

আগের মতোই খোলা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল। ক্লাস হবে অনলাইনে। ডিপার্টমেন্ট চাইলে স্বাস্থ্যবিধি মেনে নিতে পারবে পরীক্ষা।

সারাদেশের স্কুল-কলেজ বন্ধের প্রজ্ঞাপনের পর করণীয় ঠিক করতে শুক্রবার বিকেলে প্রশাসন ভবনে আয়োজিত জরুরি সভা শেষে এসব সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এসময় অফিস চলবে সীমিত পরিসরে। বহিরাগত প্রবেশ, সভা ও জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যা ৫টায় এক জরুরি সভার আয়োজন করে রাবি প্রশাসন।

অধ্যাপক প্রদীপ পান্ডে বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ থাকবে। অফিসগুলো চলবে সীমিত পরিসরে। কেউ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবেন। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে পারবেন।

আরও পড়ুন


‘বসুন্ধরার মালিকে কম্বল পাডাইছে, ইশ্বর তার বালা করুক’

news24bd.tv তৌহিদ