সড়কে ঝরলো ৯ প্রাণ

তালুকদার বিপ্লব

সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে। রাজধানীর যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের তিন সদস্যের। পুলিশ জানিয়েছে, বাস জব্দ করা হয়েছে।

চালককে গ্রেপ্তারের চেষ্টাও চলছে। এদিকে, মাদারীপুরে দুই শিক্ষার্থীসহ কয়েক জেলায় সড়কে ঝরেছে আরও ৬ প্রাণ।  

শুক্রবার ভোর ৬টা ৫৫ মিনিট। ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকা।

কক্সবাজার থেকে ঢাকাগামী কালো-সাদা রঙের সেন্টমার্টিন পরিবহনের ঢাকা মেট্রো-১৫-৮৫৩৪ নাম্বারের একটি বাস শহরের ঢুকছে দ্রুতগতিতে। মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন নেওয়ার সময় সিএনজিকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি।

দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যায় একই পরিবারের তিন সদস্যের। এসময় আহত হয়েছেন, আরও দুজন। স্বজন হারানোর শোকে হাসপাতালে আহজারি থামছেই না স্বজনদের।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটির সন্ধান পাওয়া গেছে। সেইসাথে চালককে গ্রেফতারেও চলছে অভিযান।

আইনশৃ্ঙ্খলা বাহিনী জানিয়েছে,  অবৈধ ইউটার্নের কারণে মাতুয়াইলে ঘটে যাওয়া এমন দূর্ঘটনা নতুন কিছু নয়।

এদিকে একই দিনে নওগাঁ ও মাদারীপুরে আলাদা সড়ক দুঘর্টনায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।

news24bd.tv/আলী