মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন, নিহত ৭

সংগৃহীত ছবি

মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন, নিহত ৭

অনলাইন ডেস্ক

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

স্থানীয় সময় শনিবার সকালে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। এরপরেই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজন নাইর হাসপাতালে মারা যান, একজন কস্তুরবা হাসপাতালে ও আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে প্রাণ হারান। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

এ ব্যাপারে মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর জানান, আবাসিক ভবনটির ৬ জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:


কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যে হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে, সেখানকার চিকিৎসকরা জানান, দু’জনকে হাসপাতালে আনার সময়ই মৃত্যু হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় সাত। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

news24bd.tv রিমু