অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোডের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আদালতের সামনে মেয়ের ধর্ষককে গুলি করে হত্যা!
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দুপুরে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। মরদেহ মহাসড়কে পড়ে ছিল।
আরও পড়ুন: স্ত্রীর গোপনাঙ্গে বিষ প্রয়োগ করে হত্যা!
তিনি আরও জানান, নিহতরা আমতলী এলাকার বাসিন্দা। একজনের নাম রুবেল ও অপরজনের নাম মোহাম্মদ ত্বকি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোন গাড়ির ধাক্কায় তারা মারা গেছেন, তা নিশ্চিত হতে পারিনি।
news24bd.tv/ কামরুল